খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল¬ার দর্গা উদ্দীপন এনজিও’র উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উদ্দীপন আল¬ার দর্গা ও দৌলতপুর শাখায় সকাল দশটায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন কুষ্টিয়া জোনাল ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হোগলবাড়িয়া ইউনিয়নের স্বর্ণপাদক প্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী মোঃ সেলিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক বলোদ্বিত্য কুমার দেবনাথ, আল¬ার দর্গা শাখা ব্যবস্থাপক এস.এম. মঞ্জুর হোসেন,দৌলত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন উদ্দীপন ১৯৮৪ সালে তাদের কার্যক্রম শুরু করে বর্তমানে ১২৮টি অঞ্চলিক, ৯৫০ টি শাখা, ১৩ টি জোনে বিভক্ত হয়ে উদ্দীপন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি জনাব সেলিম চৌধুরী বলেন, উদ্দীপন আমাদের এলাকায় বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে, এলাকাকে সমৃদ্ধশালী করতে, অর্থনৈতিক উন্নয়ন করতে, তারা তাদের শক্তি মত কাজ করে যাচ্ছে। তিনি উদ্দীপনকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান। এ সময় অনুষ্ঠানে ৬০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।