খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লার দর্গা থেকে প্রাগপুর সড়ক পর্যন্ত ড্রাম ট্রাকের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিনিয়ত এই ড্রাম ট্রাক বালি ও ইটভাটার জন্য মাটি নিয়ে গেলে রাস্তায় ওভারলোডের কারণে মাটি ছড়িয়ে পড়ে এবং এই মাটি বাস ট্রাক সহ নানা রকম যানবাহন চলাচল করলে মাটি ধোলাই পরিণত হয়।
রাস্তা ধুলায় পরিণত হয়ে রাস্তার দু’পাশের বাড়ী,দোকান বাজার ঘাট ধুলাতে জিনিসপত্র নষ্ট হতে চলেছে। ব্যবসায়ী ও পথচারীরা রাস্তায় চলাচল করতে পারছে না, ব্যবসায়ী দের দোকান ধুলায় মালপত্র নষ্ট হতে চলেছে। পথচারী ও ব্যবসায়ীদের অভিযোগ এই ড্রাম ট্রাক অতিরিক্ত মাটি বোঝাই করে চলা বন্ধ করা হোক, শুধু তাই নয় কাদামাটি বহন কালে রাস্তায় এই মাটি পিচ্ছিল হয়ে ছড়িয়ে পড়লে সড়ক দুর্ঘটনার অনেক প্রাণ হানি হয়েছে।
সড়ক দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত ড্রাম ট্রাকে মাটি বোঝাই একটি জনগণের উপর চাপিয়ে দেয়া সর্বনাশা অত্যাচার। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। রাস্তার উপর অবৈধভাবে চলা ড্রামট্রাকে অতিরিক্ত বোঝায় মাটি ছড়িয়ে ছিটিয়ে পিচঢালা রাস্তাকে করছে ধূলাবালির রাস্তায় পরিণত হয়েছে। ময়লা আবর্জনা ধূলিকণাময় এক অতিকষ্টের জনজীবন। অতিষ্ঠ করা একটি পরিবেশ বিধায় কর্তৃপক্ষ অতি দ্রুত ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা করার জন্য এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করছে।