দৌলতপুরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ডাক
খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐকের ডাক দিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
১৬ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪ টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঐক্যের ডাক দেন।
এর আগে উপজেলার আল্লারদর্গা পার্টি অফিস থেকে কয়েক হাজার মোটর সাইকেল বহর সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফিলিপনগরের জনসভা স্থলে উপস্থিত হন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহাম্মেদ টোকেন চৌধুরী। এ সময় ঐ ইউনিয়নের সাবেক ছাত্রলীগের দুই নেতা বাবু ও তালাশ মাহমুদের কবর জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারত শেষে ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজের সঞ্চালনায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি বুলবুল আহাম্মেদ বলেন, ছাত্রলীগের সাবেক দুই নেতা বাবু ও তালাশ মাহমুদের হত্যাকারীদের এখন পর্যন্ত বিচার হয়নি, বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহাম্মেদ টোকেন চৌধুরী। তিনি বলেন আগামীতে আমাদের এই দুই ছাত্রলীগ নেতার হত্যাকারীদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে।
যুবলীগের এই নেতা তার বক্তব্য আরো বলেন, এই ফিলিপনগর ইউনিয়নে আমাদের বর্তমান সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল আস্কার হাসুর বাড়ি, তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন এখন সময় হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপিকে প্রতিহত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। কারন আমরা ঐক্যবদ্ধ থাকলে এই জামাত-বিএনপির অপশক্তিকে মোকাবেলা করতে আমাদের বেশি সময় লাগবে না।
উল্লেখ্য ফিলিপনগরের জনসভায় এলাকার ১৪ ইউনিয়ন থেকে আগত উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি