সাইদুল আনাম : কুষ্টিয়ার তথা দৌলতপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি শিক্ষাবিদ সমাজসেবক ড. মুহাম্মদ ফজলুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাগোয়ান মোড়ে ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রী কলেজে ড. মুহাম্মদ ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ড. মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন বিশ্বাস শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোতাছিম বিল্লাহ্, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি জাফর ইকবাল মিঠুন সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জুয়েল মহলদার, শ্রমিক লীগ নেতা রবিউল ইসলাম রুবেল।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ড. মুহাম্মদ ফজলর হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে ড. মুহাম্মদ ফজলুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত শেষে ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রী কলেজের সামনে শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম পরে পর্যায়ক্রমে মাদাপুর পূর্বপাড়া, মাদাপুর নিচ পাড়া, গোপালপুর, ভিআইপি মোড়, বাঁধের বাজার, ডাংমরকা, বাগোয়ান সহ ১হাজার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।