খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সহযোগিতায় কুষ্টিয়ার সকল উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয় এবং আগামী সপ্তাহে এই থানায় আরো কয়েকটি ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে ।
সমিতির পক্ষ থেকে সভাপতি মোঃ আসাদুজ্জামান ও ট্রাষ্ট্রিবোর্ডের সদস্য ডাক্তার হুমায়ন কামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণের সময় উপস্থিত ছিলেন পি এস এস মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইসাহক আলী বিএসসি, ডাক্তার রাশেদুল হাসান রিপন, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক,
ভপের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ আসাদুজ্জামান বিএসসি, পাসপোর্ট অধিদপ্তর এর সহকারী পরিচালক, ভপের সিনিয়র সভাপতি আবজাউল আলম খাজা, ব্যাংকার মাহাবুল ইসলাম, মোঃ রাসেল , ওয়াসিম কবিরাজ, জাহাঙ্গীর আলম , সোহেল, আমানউল্লাহ সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ ।
এলাকার অসহায় দরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে অনেক খুশি এবং তারা সবাই দোয়া করেন যারা এই মহৎকাজটি সুন্দরভাবে সম্পাদন করতে অর্থ শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন ।
উপস্থিত অতিথিবৃন্দ সূদুর প্রবাস থেকে এলাকার মানুষের জন্য কাজ করার জন্য সমিতির সঙ্গে সংশিষ্ট সকলের প্রশংসা করেন এবং তাদের এ ধরনের মহত কাজগুলোর জন্য সাধুবাদ ও দোয়া কামনা করেন । যুক্তরাষ্ট্র থেকে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের পক্ষ থেকে সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুষ্ঠুভাবে কম্বল বিতরণে সহযোগিতা করার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন যাতে আমেরিকার সদস্যদের পাশাপাশি দেশের মানুষের পাশে সব সময় দাঁড়াতে পারেন ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি