খন্দকার জালাল উদ্দন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রোববার বেলা ১১টায় বিশ্ব কুষ্ট দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তার ডাঃ তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে কুষ্ট দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ডাঃ জেরিন তাসলিম রাকা, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), যক্ষা প্রকল্পের টি.এল.সি.এফ.রিদা পারভীন, এ্যাকের পি. ও. মোঃ মোজাম্মেল হক ও মোঃ মাহাবুবুর রহমান। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কুষ্ট দিবসের র্যালি অনুষ্ঠিত হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি