খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ার পুর ইউপির পুড়া শোলুয়া গ্রামে তামাক ক্ষেতে বিষ স্প্রে করে তামাক পুড়ানো ঘটনায় নির্রীহ গ্রাম বাসীর নামে মামলার করার জন্য অভিযোগ করেছে বলে জানাগেছে। করিম মাল (৫৫) ও আরিফ মাল (৪০) সহ ৪/৫ জনের ১০ বিঘা জমির তামাক ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেয়। জমির মালিক গন সংবাদ পেয়ে যেয়ে দেখে তাদেও জমিতে তামাকের গাছ পুড়ানো। পরে তারা চেয়ারম্যান মেম্বর সহ স্থানীয় দিঘোল কান্দি ক্যাম্পের পুলিশ ডেকে নিয়ে এসে ক্ষেত পরিদর্শন করান। তাদের পরামর্শে করিম মাল নিজে বাদী হয়েএলাকার আশারাফুল আলম (৪৩), রঞ্জিত মাল (৪৩),এক চাঁদ হোসেন (৩৬) সালাম (৩৫) ৭/৮ জনের নামে একটি মামলার জন্য একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ কারীর সাথে স্থানীয় সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি বলেন আশরাফুলদের সাথে অনেক দিন ধরে বিবাদ লেগে আছে। আমার ধারনা তারা আমাকে আর্থিকভাবে ক্ষতি করার জন্য এধরনের কাজ করেছে। সাংবাদিকরা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ পেয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় রক্তক্ষয়ী সংঘর্ষেও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি