খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বন অধিদপ্তরের অভিযানে চার অবৈধ করাত কলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল ১১ঃ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩(১) ও ১২ ধারা মোতাবেক হোসেনাবাদ গ্রামে অবস্থিত মোঃ বাচ্চু মন্ডল, চর সাদিপুর গ্রামের আহাছানুর রহমান, চর ফিলিপনগর গ্রামের মোঃ ছাপাতুল্লাহ ও জাহাঙ্গীর আলমের মালিকানাধীন অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করে প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ০৯ জানুয়ারী জ্বালানি হিসাবে কাঠ পুড়ানোর দায়ে দুখিপুর গ্রামের আরিফুর রহমানের মালিকানাধীন একটি ইটের ভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা করে সংশ্লিষ্ট ভ্রাম্যমান আদালত।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি