খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন,কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম, উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইসও) ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন,দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাঃ মোঃ সামসুল আরেফিন সূলভ। এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান অনেক উন্নত এবং খুব দ্রুত মডেল হাসপাতালে রুপান্তরিত হতে যাচ্ছে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বলেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মডেল হাসপাতালে রুপান্তরিত করার লক্ষ্যে আমাদের যে কাজ গুলো করা দরকার আমরা সেই কাজ গুলো করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং তাহারই ধারাবাহিকতায় হাসপাতালে একটি গার্ড রুম, ফুলের বাগান,মটর সাইকেলের গ্যারেজ ও অন্যান্য যে কাজ গুলো প্রয়োজন সেগুলো আসা করছি খুব দ্রুত হয়ে যাবে।
এসময় স্থানীয় জনগণ বলেন,দৌলতপুর উপজেলা চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের তদারকিতে এবং ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন দৌলতপুর হাসপাতালে আসার পর আমাদের হাসপাতালের চিকিৎসার মান অনেক উন্নত হয়েছে।