দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আফাজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তারাগুনিয়া কৈপাল বয়েজ ক্লাবের আয়োজনে কৈপাল ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান,দৌলতপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সরদার আতিয়ার রহমান আতিক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বলেন,খেলাধুলা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস,এই খেলা আমাদের সন্তানদের মাদক থেকে অনেক দূরে রাখে এবং শরীর ও ভালো রাখে,তাই আমরা মাদক থেকে দূরে থাকতে খেলায় এবং লেখাপড়ায় মনোযোগী হতে হবে। সঞ্চালনায় ছিলেন,ছাত্রলীগ নেতা শাহরিয়ার শরীফ সোহান। সভাপতিত্ব করেন,মথুরাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ মনোয়ার কবির মিন্টু। মোঃ বিল্লাল হোসেনের সৌজন্যে হোসেনাবাদ ফুটবল একাদশ বনাম ধরমপুর ফুটবল একাদশ ফাইনাল খেলায় হোসেনাবাদ ফুটবল একাদশ ২-১ গোলে ধরমপুর ফুটবল একাদশ কে পরাজিত করে।