প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ৪:২৯ পি.এম
ভেড়ামারা যুবদলের নেতা তপন গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
গত ১১ ফেব্রুয়ারি বি এন পি'র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর সফল করতে কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন নেতৃত্বে শনিবার বিকেলে বাহিরচর ইউনিয়ন পদযাত্রায় ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। তার কিছুক্ষণের মধ্যেই বহিরাগত সন্ত্রাসীরা একত্রিত হয়ে আক্রমণে ভেড়ামারা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ তপন সহ বেশ কিছু নেতাকর্মীরা গুরুতর আহত হয়।
যুবদল নেতা ফিরোজ আহমেদ তপন জানান আগামীর রাষ্ট্রপ্রধান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় সকল প্রোগ্রাম চলমান থাকবে। যতই বাঁধা আসুক না কেন, যুগপৎ আন্দোলন এবং ১০ দফা দাবি থেকে একবিন্দু ও নড়বো না এবং আমার নেতা তারেক রহমানের হাত দিয়েই এ দেশের ১৮ কোটি মানুষের জনগণের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
এই বিষয়ে বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন জানান আমরা গতকাল ১১ ফেব্রুয়ারি বি এন পি'র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর সফল করতে বাহিরচর ইউনিয়ন পদযাত্রায় ও লিফলেট বিতরণ করি। অনুষ্ঠানে উপজেলা বি এন পির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ফেরার পথে তাদের উপর হামলা হয়। এতে বেশ কিছু নেতাকর্মীরা আহত হয়। এই নেক্কার জনক ঘটমার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপি পক্ষ থেকে ব্রিবিতি জানানো হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি