খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে সকাল এগারোটায় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও প্রবীন বিদায় উপলক্ষে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জহুরুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ৭৫, কুষ্টিয়া-১ দৌলতপুর ও উপজেলা আওয়ামী সভাপতি আঃ কাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: শরীফ উদ্দিন রিমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস -চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মোহাম্মদ আবু সালেক, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান,দৌলতপুর বাজার কমিটির সভাপতি গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আয়েজ উদ্দিন মাষ্টার,ইউপি সদস্য রেজু মেম্বার, যুবলীগ নেতা উজ্জ্বল,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।