দৌলতপুর প্রতিনিধি // মাওলানা দাউদ হোসেন নিজামিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ২দিন ব্যাপি ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৯ টায় এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮ নং পিয়ার পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবাইদুল হোসেন মেম্বার,লালু মেম্বার, রিপন মেম্বার সহ ০৮ নং পিয়ার পুর ইউনিয়ন পরিষদের মেম্বারগন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম কাজী মাওলানা মেকদাদ হোসেন। উক্ত অনুষ্ঠানে কুরআন থেকে তেলওয়াত, হামদ নাত,ইসলামী সংগীত, জানাজার নামাজ সহ ইসলামীক বিষয় গুলি তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরনীর করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি