খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ নেতা কাজী আরেফ আহাম্মেদ, ইয়াকুব আলী সহ ৫ নেতার ২৪ তম শাহাদাত বার্ষিকী আজ ১৬ই ফেব্রুয়ারী। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাসদের উদ্যোগে দৌলতপুরের ফিলিপনগর পি এম কলেজ শহীদ ইয়াকুব আলী চত্বরে কবর জিয়ারত দোয়া বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন সহ বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়েছে। উল্লেখ্য ১৯৯৯ সালের ১৬ই ফেব্রুয়ারী দৌলতপুরের কালীদাসপুর স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে কাজী আরেফ আহাম্মেদ, এ্যাডভোকেট ইয়াকুব আলী লোকমান হোসেন শামশের আলী তফসের মন্ডল সহ ৫ জনকে হত্যাকরে।