খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন: জনাব বুলবুল আহমেদ টোকেন চৌধুরী সভাপতি,দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগ। সঞ্চালনায়: জনাব মোঃ আব্দুল কাদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দৌলতপুর উপজেলা শাখা। বর্ধিত সভায় বক্তব্যে বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সারা দেশে যুবলীগ আজ ঐক্যবদ্ধ। তিনি শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবলীগের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনকে শক্তিশালীসহ দেশব্যাপি বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকার আহবান জানানো হয়।