খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১০ নং দৌলতপুর সদর ইউনিয়নের অন্তর্গত দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার বিকাল ৪ টার সময় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহির সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর সুযোগ্য সন্তান,দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুস সোবহান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,দৌলতপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আয়েজ উদ্দিন মাস্টার,প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সহ আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ নেতা কর্মী সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ এজাজ আহমেদ মামুন বলেন,দীর্ঘ দিন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয়ক্ষমতায় আছে।যার ফলে দেশ আজ অনেক উন্নতি করেছে।যার সুফল আমরা সকলে ভোগ করছি।তবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টির লক্ষে বি এন পি নামক দল বিভিন্ন ভাবে কাজ করছে। একটি কথা মনে রাখবেন আমি এজাজ আহমেদ মামুন যত সময় বেচে আছি দৌলতপুরের মাটিতে বি এন পি কে কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। এ সময় ২০২৩ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করার লক্ষে সকলকে এক সাথে কাজ করার আহ্বান করেন।