খন্দকার জালাল উ্দ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা সিদ্দিকা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), ডাঃ জারিন তাসলিম রাকা। এ ক্যাম্পেইন ৬-১১ মাস বয়সের ৫৮৬৮ এবং ১২-৫৯ মাস বয়ষের প্রতিবন্ধী সহ ৪৬,৭৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে বিভিন্ন কেন্দ্র।