খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে। ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্য জনে “এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে সারাদেশে রন্যায় দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। সাংবাদিক মোঃ আব্দুল আলিম সাচ্চু, মোঃ সাইফুল ইসলাম (শাহীন), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আব্দুস সালেক, প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সরকারী কর্মকর্তা গণ মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।