খন্দকার জালাল উদ্দিন : কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ই মার্চ বুধবার দৌলতপুর অনার্স কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি আসছেন।
শিক্ষা মন্ত্রী আগমন উপলক্ষে দৌলতপুরের প্রধান সড়কে ও অনার্স কলেজ গার্লস কলেজ সড়কে এবং গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি স্থানে তোরন নির্মান সহ সুসজ্জিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি থেকে উদ্ভোধন করবেন ও আলোচনা সভায় বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা।
দৌলতপুর চত্বরের এ বিজ্ঞান মেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।