খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন পূর্নবাসিত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ মার্চ (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ৪র্থ পর্যায়ে খুলনা বিভাগের ৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন পূর্নবাসিত ঘোষণা করেন।
এর মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো।
ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন বিশ্বাস, জেলার সিনিয়র সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ ।
উল্লেখ্য, দৌলতপুর উপজেলাতে ২০২০-২১ অর্থবছরে ৮৮ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। এবং ২০২১-২২ অর্থবছরে ১০২ টি গৃহ হস্তান্তর করা হয়েছে, সর্বমোট ১৯০ টি গৃহ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। যার সর্বমোট ব্যায় ৪,২০,৩০,০০০ টাকা।
দৌলতপুরে ৪র্থ পর্যায়ে কোনো ভূমিহীন আবেদন না করায় এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে কোনো গৃহহীন ও ভূমিহীন আবেদন করলে পাকুড়িয়ার বর্ধিত আশ্রায়ণ প্রকল্পে গৃহ বরাদ্দ দেওয়া হবে। এখানে প্রায় ১০০ পরিবার থাকার মতো ব্যবস্থা আছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি