খন্দকার জালাল উদ্দীন ::কুষ্টিয়ার দৌলতপুরে রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২মার্চ-২০২৩) সকাল ১০টায় রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের-২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ও ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, এ্যাড: ফারুক আলম (পান্না), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দ্দার মোহাম্মদ আবু সালেক।
সম্মানিত অতিথি হিসেবে রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জামিরুল ইসলাম বাবু, টুটুল হোসেন, গাওসুল হক সরকার, রিফাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোজাম্মেল হক সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।