খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুরে ২৫ই মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ ।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন।
অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সর্দার আবু সালেক,প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মুকুল হোসেন, দৌলতখালী স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি