খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে বিসিডি এসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। বিসিডিএস দৌলতপুর থানা শাখার সভাপতি ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মো: আজমল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট আ: ক: ম: সরওয়ার জাহান বাদশা,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন কুষ্টিয়ার সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এজাজ আহাম্মেদ মামুন, বিসিডিএস’র নির্বাহী সদস্য বীর মুক্তি যোদ্ধা আব্দুস সোবাহান,
নাভান্স কর্মাসিউটিক্যাল লিঃ এর এ,এস.এম মোহাম্মদ আলী, এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন, আর এমপি’র কেন্দ্রিয় সহ সভাপতি মো: সুমন আলী, বিসিডিএস’র থানা শাখার সেক্রেটারী মো: হেলাল উদ্দিন, বিসিডিএস’র নির্বাহী সদস্য আর এমপির কেন্দ্রিয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মো: সাইফুল ইসলাম(শাহীন),
আর এমপি’র কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মো: মহিফুল ইসলাম হিটলার। উক্ত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার প্রায় শতাধিক আর এমপি’র সদস্যসহ গ্রাম ডাক্তার অংশ নেয়। আলোচনা সভায় এন্টি বায়োটিকের সাঠিক ব্যাবহার ড্রাগ লাইসেন্স নবায়ন লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রির উপর নিশেধাজ্ঞা জারী করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি