খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ায় দৌলতপুরে আগুনে পুড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন বিকেলে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করছিল। এসময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ড ঘটলে মুহুর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। দুখু মিয়ার বসত ঘরে তার দুই শিশু কন্যা সোনিয়া (৮) ও শর্মিলা (২) ঘুমিয়ে ছিল।
আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করা সম্ভব না হলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে তারা মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয় এবং আগুনে পুড়ে মারা যায় দুই শিশু কন্যা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা দুখু মিয়ার দুই শিশু কন্যা সোনিয়া ও শর্মিলা পুড়ে মারা যায়। আগুন নিয়ন্ত্রণের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে।