খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির বাগুয়ান টেনশন মোড়ে গভীর রাতে গরুর ঘর থেকে অগ্নি কান্ডের সৃষ্টি হয়ে বাড়ির মালিক সহ ২ টা গরু ও ৪ টা ছাগল সহ ৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে। জানাযায়,উপজেলার মথুরাপুর ইউপির বাগুয়ান টেনশন মোড়ে গত রবিবার রাত ১:৩০ মি: শাহিন আলমের বাড়িতে গরুর ঘরে দেওয়া মশা তাড়ানো আগুন সৃষ্টি হয়ে বাড়ির সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
পরে বাড়ির মালিকের দেখতে পেয়ে ঘর থেকে বের হয়ে ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্রনে নিয়ে আসে। এ আগুনে বাড়ির মালিক শাহিন আলম (৪৫) তার হাত পুড়ে যায় এবং তার ২ লাখ টাকা মুল্যের একটি গাভী ও লাখ টাকা মুল্যের ১টি গরু ৪ টি ছাগল ঘরের খাট, তুষক সহ ধান, গম, ভুট্টা অন্যান মালামাল পুড়ে যায। দগ্ধ শাহিন আলম দৌলতপুর উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎস্বা নিয়ে বাড়ি ফিরে গেছেন । এ রিপোট লিখা পযর্ন্ত বাড়ির মালিক শাহিন আলম তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে বলে জানাগেছে।