দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯৭ জন, এদের মধ্যে ৫২১ জন বালক ও ৪৭৬ জন বালিকা, তবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৯৮৩ জন, অনুপস্থিত ছিল ২১ জন।
এলাকার মোট ১৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই কেন্দ্রে অংশগ্রহণ করেছে। কেন্দ্রটিতে বিচারিক কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সর্দার আবু সালেক।
নাসির উদ্দিন বিশ্বাস উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মখলেছুর রহমান জানান, একজন জেলা ম্যাজিট্রেট কেন্দ্রটি পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে প্রথম দিনের বাংলা পরীক্ষা সম্পন্ন হয়েছে।