খন্দকার জালাল উদ্দীন : :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহান মে দিবস উপলক্ষ্যে র্যালী,আলোচনা সভার আয়োজন করা হয়।
১ মে সোমবার সকাল ১০ টায় উপজেলার খলিষাকুন্ডি বাজার এলাকায় খলিশাকুন্ডি ইমারত শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে একটি র্যালী খলিশাকুন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
খলিশাকুন্ডি বাজার কমিটির সভাপতি হাজী রায়হান উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় বাসষ্ট্যান্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।তিনি বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য মজুরী ও নির্দিষ্ট শ্রমঘন্টা নিশ্চিত করার যে আন্দোলন হয়েছিল তা আজ আমরা মে দিবস বা শ্রম অধিকার দিবস‘ হিসাবে পালন করলেও আমাদের শ্রমিক ভাইয়েরা এখনও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও নিস্পেষিত হচ্ছেন। এ কারণে সকলকে ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে নিজেদের অধিকার আদায়ে কাজ করে যেতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, খলিশাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোদাচ্ছির হোসেন,শ্রমিক নেতা রফিকুল ইসলাম প্রমুখ।