দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুরের হরিণগাছী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক কবির বাবলু ও দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এপেক্স শিয়ান আবু সালেহ মজনুল কবির পান্নার মাতা সাফিয়া খাতুন (৮৫) বাধ্যক্য জনিত রোগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার দুপুরে হরিণগাছী গ্রামের নিজ বাসভবনে ইন্তেক্যল করেছেন।
ইন্না লিল্লাহে--------রাজেউন মৃত কালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা সহ অশংখ্য আত্নিয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে হরিণগাছী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাদ মাগরিব নামাজে জানাযা অনুষ্ঠিত হয়, এতে অংশ নেয় দৌলতপুর থানা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা,
থানা বিএনপির সেক্রেটারী শহীদ সরকার মঙ্গল রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রশীদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ জানাযায় অংশ নেয়। শেষে পরিবারিক গোরস্থানে সুফিয়া খাতুনের দাফন সমপন্ন হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি