প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ৬:০৪ পি.এম
দৌলতপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন
সেলিম রেজা (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শনিবার (২০মে ২০২৩) দৌলতপুর উপজেলা সোনালী ব্যাংকের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট দৌলতপুরের ব্যানারে এই কর্মসূচি করেন তারা।
মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন,স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী ২০১৩ সালে প্রায় ২৬ হাজার একশ’র বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। ২০১৮ সালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার ব্যবস্থা করেন। এরই ধারাবাহিকতায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রয়োজন শুধু সরকারের সদিচ্ছা ও সুষ্ঠু নীতিমালা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুজ্জামান হানিফ,শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল,
আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মারুফা ইয়াসমিন,দড়িপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম নান্নু, বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল সরওয়ার, সহকারী শিক্ষক সোহেল আহমেদ,খারিজাথাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি