খন্দকার জালাল উদ্দীন: রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দৌলতপুর উপজেলা যুবলীগ।
সোমবার সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে আল্লার দর্গায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ হেল মাসুদ সুইট প্রমুখ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জোয়াদুর রহমান জজ,মিজানুর রহমান মজনু,মকলেছুর রহমান,একরামূল হক মন্টু, তোফায়েল হোসেন, আমানুল্লাহ,আমিন লস্কর সহ আওয়ামী লীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।