খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজার পারটেক্স মোড় এলাকায় রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চালু দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৭ মে শনিবার বিকেল ৫টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ রাস্তা মেরামত ও রাস্তার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু দাবিতে এই মানববন্ধন করেন। এলাকাবাসী জানাই দীর্ঘ ২/৩ বছর যাবৎ রাস্তাটি ভাঙ্গাচুরা অবস্থায় রয়েছে, গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। রোডস্ এন্ড হাইওয়ের লোকজন দেখেও বিষয়টি এড়িয়ে চলে। তারা কোনো রকম থুতু দিয়ে ছাতু ভেজানোর মত ইট পাটকেল দিয়ে দায় সারা মত রাস্তা মেরামত করে, যা অল্প দিনে খাদ খন্দকে পরিণত হয়।
একটুখানি বৃষ্টি হলেই রাস্তার উপরে পানি জমে হাঁটু পানিতে পরিণত হয়। ২০১৩ সালে একটি ড্রেন প্রায় কোটি টাকা ব্যায়ে নির্মিত হলেও আলোর মুখ দেখেনি, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি কোথাও যেতে না পেরে রাস্তার উপরে জমে গাড়ী চলাচলে খাদ খন্দকে পরিণত হচ্ছে, যা নিত্যদিনের ঘটনা।
রাস্তা যত ভালো করে মেরামত করা হয়, পানি নিঃস্কাষণ ব্যবস্থা না থাকায় দ্রুত ভেঙ্গে যায়। স্থায়ী সমাধানের জন্য বিষয়টি রোডস্ এন্ড হায়ওয়ের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি