খন্দকার জালাল উদ্দীন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে দৌলতপুরে র্যালী, আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন।
তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে আমাদের একটি রাষ্ট্র ,একটি দেশ উপহার দিয়েছেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত একটি দেশকে মাথা উঁচু করে দাড় করানো একজন মুজিবুর রহমানের পক্ষেই সম্ভব ছিল। যার স্বীকৃতি হিসাবে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভুষিত করা হয়।
ইউএনও মো. ওবায়ব্দুলাহ সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) শাহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বাবলু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম, আদাবাড়িয়া ইইপি চেয়ারম্যান আবদুল বাকি প্রমুখ।