খন্দকার জালাল উদ্দিন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লর দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালা ভেঙে তিনটি ফ্যান চুরি যাওয়ার সময় এক চোরকে আটক করেছে এলাকাবাসী। জানা গেছে গতকাল৬ জুন মঙ্গলবার বেলা তিনটার দিকে আল্লার দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালা ভেঙ্গে ফ্যান চুরির সময় এক চোরকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় বেলা তিনটার দিকে সবুজ (৩৪) পিতা সাইদুল, নাটোর চক বিল্লা।
স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান,,চোরকে আটক করার পরে দোলতপুর থানা কে খবর দিলে থানা পুলিশ চোরকে আটক করে এবং চুরির মালসহ জেল হাজতে প্রেরণ করেছে।