খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশকে মারধর করে হাতকড়াসহ দুইজন আসামি পালিয়েছে। জানাগেছে, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের হানিফ (৫০) ও তার ছেলে সজল (১৮) এস.আই চিরঞ্জীত এর নিকট থেকে হাতকড়াসহ গতকাল সন্ধা সাড়ে সাত টার সময় পালিয়েছে।
উপজেলার ৩ নং ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান মইনুদ্দিন সেন্টু ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, গতকাল দুপুর অনুমান সাড়ে ১১ টার দিকে ৮ নং ওয়ার্ডের বাহিরমাদি মধ্যপাড়া গ্রামের রাস্তা নির্মান কে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী সজল ও তার পিতা হানিফ।
ঠিকাদারের সুপার ভাইজার কে মারধর করলে ঠিকাদার ওসি মজিবুর রহমান কে অভিযোগ দিলে তিনি ঘটনাস্থলে এস. আই চিরঞ্জীত কে পাঠায়। সজল ও তার পিতা হানিফ কে আটক করে হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাবার চেষ্টা করলে আটককৃত ২জন আসামি ও এস.আই চিরঞ্জীতের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে এস.আই চিরঞ্জীত কে মারধর করে হাতকড়া নিয়ে পালিয়ে যায় ঐ ২জন আসামি। উল্লেখ্য প্রায় দুই মাস পুর্বেও উক্ত এস.আই চিরঞ্জীতের নিকট থেকে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ আটককৃত অবস্থায় পালিয়েছিলো।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশকে মেরে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় হাতকড়া উদ্ধার হলেও পলাতক দুই আসামিকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য পুলিশ সর্বচ্চো চেষ্টা করছে, তবে এই বিষয়ে অন্য দুইজনকে আটক করা হয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে দৌলতপুরের সচেতন মহলের দাবী ওসি মজিবুর এ থানায় আসার পর থেকে খুন,জখম,চিনতায়, আগুন সংযোগ, মাদকের ব্যবসা, অনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, অস্থির হয়ে পড়েছে দৌলতপুর। কাজেই এই অযোগ্য ওসি’র পদত্যাগ চাই। তা না হলে আগামীতে আরো দূর্ঘটনা ঘটে যেতে পারে।