নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১২ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জুন ২০২৩) সকাল ৯ টায় হোসেনাবাদ ডাঃ একরামুল হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে ” দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)” এর সহযোগিতায় দৌলতপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “খ” অঞ্চলের কালব ডিরেক্টর মোঃ ওয়াজেদ আলী খাঁন।
দৌলতপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলীর সভাপতিত্বে ও উপজেলা ব্যবস্থাপক, টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার
রফিকুল ইসলাম, সুজয় কুমার বসু সহকারী জেলা ব্যবস্থাপক, কালব মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, মোঃ শাহজাহান আলী ব্যবস্থাপক রুপালী ব্যাংক লিঃ হোসেনাবাদ শাখা, কুষ্টিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারী মোঃ মেহরাব উদ্দিন, ট্রেজারার মোঃ আব্দুর রাজ্জাক, ডিরেক্টর ইয়াছোদ্দৌনা বেগম, ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম ও কালব কর্মকর্তা-কর্মচারী, অত্র ক্রেডিট ইউনিয়ন এর সদস্য এবং স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, এ সময় কালব মিউ্যচুয়াল এইড সার্ভিসেসের আওতায় এক মৃত সদস্যর ঋণের সমূদয় টাকা মওকুফ করা হয় ও তার নমিনীকে শেয়ার সঞ্চয়ের জমাকৃত টাকা দ্বিগুন হিসাবে ফেরত প্রদান করা হয়। এবং পরিশেষে সর্ব্বোচ আমানতকারী, নিয়মিত শেয়ার সঞ্চয় জমাকারী, নিয়মিত কিস্তি প্রদানকারী এবং লটারি ড্রয়ের বিজয়ী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।