সেলিম রেজা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশসেরা (দ্বিতীয়) উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ জুন ২০২৩ রোজ সোমবার বিকালে মশাউড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাথমিক শিক্ষক সমিতি আদাবাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা।প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী,সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমান,শাহজাহান রেজা,সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক,উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সংবর্ধনায় সিক্ত হয়ে দেশ সেরা (দ্বিতীয়) উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,শিক্ষানুরাগি এজাজ আহমেদ মামুন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমি আমার সীমিত সামর্থের মধ্যে থেকেও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সুস্থ্য পরিবেশ নিশ্চিত করণে যথাসাধ্য চেষ্টা করেছি।আপনাদের দোয়া ও সহযোগীতায় আগামীতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।