খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়ার দৌলতপুর থেকে অপহৃত এক গৃহবধুকে ভেড়ামারা উপজেলার হরিপুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে জেলার ভেড়ামারা উপজেলার হরিপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দৌলতপুর থানার অপহরণ মামলা নং-৪৪, তারিখ ১২ জুন ২০২৩, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারার এজাহার নামীয় আসামি সজিব হোসেন (৩০) এবং তার ভাই আনিচ (৩৭) ভেড়ামারা উপজেলার হরিপুর গ্রামের তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।
তারা ঐ গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। এ সময় অপহৃত তরুনী মোছাঃ তানিয়া আফরিন (২৩) কে তাদের কবল থেকে উদ্ধার করা হয়। তানিয়া দৌলতপুর উপজেলার চামনা নারায়নপুর গ্রামের মোঃ সাহাজুল মন্ডল কন্যা। উদ্ধার হওয়া তরুনী ও গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
উল্লেখ্য গত ২৯ মে ঐ তরুনীকে অপহরণ করা হয়েছিল। সম্প্রতি ঐ তরুনী তার স্বজনদের ফোন করে বিস্তারিত জানায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সোমবার মামলা দায়ের করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি