খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনা মোড়ে দেড় বছরের এক শিশুর গলায় সুজি আটকে দম বন্ধ হয়ে মারা গেছে।
১২ জুন সোমবার রাত সাড়ে দশটার দিকে কৈপাল হিসনা মোড় এলাকার মিলন আলীর বাড়িতে এঘটনা ঘটে। মৃত শিশু তানভির ১বছর ৬ মাস দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনা মোড়ের মিলন আলীর শিশু পুত্র।
প্রাথমিক ভাবে জানাযায়, ১বছর ৬মাসের ওই শিশু তানভিরকে তার মা ঘুম থেকে তোলে সুজি খাওয়াতে গিয়ে দুই একবার মুখে দেওয়ার পর সুজি গলায় আট কিয়ে দমবন্ধ হয়ে যেতে থাকে। এমন অবস্থায় শিশুটিকে পরিবারের লোকজন দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি