খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও নাটোর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সহযোগিতায় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
গত শুক্রবার (৯ জুন) সকাল ১০ টায় উক্ত মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর মাহাতাব উদ্দিন সরকার।
এসময় ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মুকুল সরকার,এ্যাসোসিয়েশনের মহাসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাইফুর রহমান লিটন,এ্যালামনাই এসোসিয়েশনের পরিবেশ ও স্বাস্থ্য সেবা বিষয়ক সম্পাদক ডা: শফিকুল ইসলাম, সেলিম রেজা,
জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাহারুল ইসলাম, মুক্তাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মেডিসিন চিকিৎসক, দাঁতের চিকিৎসক, গাইনি চোখের চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিমের মাধ্যমে ২৫০ রোগী কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান প্রদান করা হয়েছে। মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকবৃন্দ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি