খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা এলাকায় গরুতে জমির পাট খাওয়া নিয়ে সরদার গ্রপের ও মালিথা গ্রপের সংঘর্ষে মালিথা গ্রপের ৩জন নিহত এবং উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্পটে নিহত হন ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) এবং জালাল মালিথা (৩৫)হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান,১৪ জুন ২০২৩ রোজ বুধবার বিকেল সাড়ে ৫টার সময় সংঘর্ষে নিহত বজলু মালিথার জমিতে সরদার গ্রপের ফরিদ খাসারু এর গরু পাট খেয়ে ফেলে। গরুতে পাট খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে লোকজনের কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) ও জালাল ( ৩৫) নিহত হয়।সেসময় (১) আছাদ সরদার, (২) সাহাজুদ্দিন সরদার, (৩) ওয়ারিশ সরদার, (৪) ফরিদ খাসারু, (৫) সাগর সরদার, (৬) মুজা সরদার সহ অন্তত ২৫জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর হাসপাতালে ভর্তি রয়েছে এবং আশক্ষাজনক অবস্থায় ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। তাদের মধ্যে জালাল মালিথার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায় লাল চাঁদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ক্যাডার উজ্জ্বল সর্দার, সাংসদ আ.কা.ম সরোয়ার জাহান বাদশার পৃষ্ঠপোষকতায় এই উজ্জ্বল সর্দার ৩ জন নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। এর কয়দিন আগে আর এক নেতার নেত্রেত্বে চিলমারী ইউনিয়নে ৩ জন খুন হয়, হোগলবাড়িয়া ইউনিয়নে ১ জন খুন হয়। টাকার মোহে মোহিত হয়ে এই উজ্জ্বল সর্দার ক্ষমতার অপব্যবহার করে পদ্মা থেকে বালু উঠিয়ে কোলদিয়াড়ে নদী ভাঙ্গনের সৃষ্টি করেছে। উজ্জ্বল সর্দারে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমান দেশী অস্ত্র উদ্ধার ও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি