খন্দকার জালাল উদ্দীন: দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নে কামালপুর আনসার ও ভিডিপি ক্লাব অবস্থিত। মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্লাবটির ০৮ শতাংশ জমি রেজিস্ট্রেশন করা থাকলেও তা বেদখলে ছিল। গতকাল মো: হাসিবুল তারেখ উপজেলা প্রশিক্ষক দৌলতপুর,
কুষ্টিয়া ক্লাবটির জায়গা দখলে এনে লাল পতাকা টাঙিয়ে দেন। এর আগেও তিনি আড়িয়া ইউনিয়নে অবস্থিত ঘোড়ামারা আনসার ভিডিপি ক্লাব ও ক্লাবের ০৭ টি দোকান দখলদার মুক্ত করেন এবং ডিসি অফিস ও উপজেলা ভুমি অফিসের সাথে সমন্বয় করে ক্লাবের ০৭ শতাংশ জমি নামজারির ব্যবস্থা করেন। সরকারি ভাবে সংস্কারের পর ০৭ টি দোকান থেকে বছরে ৪৩,২০০ টাকা ক্লাবের ব্যাংক একাউন্টে জমা হচ্ছে।
এছাড়াও তিনি গত জানুয়ারি মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে রড চুরির সময় রাত্রিবেলা একজন চোরকে হাতে নাতে আটক করে থানায় সোপর্দ করেন। মো: হাসিবুল তারেক দৌলতপুর উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন সাহসী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ আনসার ভিডিপির সুনাম অর্জন করেছেন।