খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুর কুষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২১ জুন বুধবার দুপুরে দৌলতপুর উপজেলাপরিষদ মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থ বছর খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রায় ২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্ম কালীন পেয়াজ,
উকশী আমন ধান বীজ ও রাসায়নিক সার করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে
প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশা , বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহাম্মেদ মামুন,
ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া উপজেলা কুষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।