খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর ভূরকাপাড়া গ্রামে জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবীতে দৌলতপুর আসনের এমপি সরওয়ার জাহান বাদশার সামনে বিক্ষোভ প্রদর্শণ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
২৬ জুন সোমবার বেলা ১১ টার দিকে মরিচা ইউপির ভুরকা হাটখোলা পাড়া এলাকায় বিক্ষুব্ধ গ্রামবাসী এ বিক্ষোভ ও মানববন্ধন করে।
উল্লেখ্য গত ১৪ জুন বিকেলে গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে বজলু মালিথা ও ভেলস মালিথা নামে দুই কৃষক খুন হয়।
এরপর স্থানীয় সাংসদ সরওয়ার জাহান বাদশা এই জোড়া খুনের মুল হোতা উজ্জল সর্দার হত্যাকান্ডে জড়িত ছিলনা বলে দাবী করেছিলেন। এমপি‘র এমন বক্তব্যে নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, এমপি সাহেবের কাছের লোক হওয়ায় তিনি উজ্জল সর্দার কে রক্ষা করতে চাইছেন।
ঘটনার ১২ দিন পর এমপি সরওয়ার জাহান বাদশা ভুরকা হাটখোলা পাড়া এলাকায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গেলে এমপি সরওয়ার জাহান বাদশার সামনে বিক্ষোভ প্রদর্শণ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
পরে হাটখোলা পাড়ায় নিহত বজলু মালিথার কবর সংলগ্ন বাঁশ বাগানে দোয়া অনুষ্ঠানে এমপি সরওয়ার জাহান বাদশা বলেন, কোন হত্যাকান্ডকে আমি সমর্থন করিনা। খুনি যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এমপি‘র এই বক্তব্যে মামলার বাদি নাহিদ হাসান সহ বিক্ষুব্ধ গ্রামবাসী আশ্বস্থ হতে পারেননি বলে তারা জানিয়েছেন।সাংসদের সামনে লোমহর্ষক সেই ঘটনা তুলে ধরেন স্থানীয়রা।
ব্যাক্তি উজ্জ্বল সর্দারের সাথে রাজনৈতিক সূত্রে সখ্যতা থাকলেও খুনী উজ্জ্বল সর্দারের সাথে কোন সম্পর্ক নেই বলে বক্তব্য রাখেন এ্যাডঃ আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ। এসময় মূলহোতা উজ্জ্বল সরদারের ফাঁসি চাই বলে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ,সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান সরদার,মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ।
বক্তারা বলেন,পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন,পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারবাজী করে উজ্জ্বল সর্দার কোটি কোটি টাকার মালিক হয়েছেন। টাকার গরমে আধিপত্য বিস্তার করতে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছেন। বক্তারা আরো বলেন, উজ্জ্বল সর্দারের ক্যাডার বাহিনীর অত্যাচারে এই এলাকার জনসাধারণ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। উজ্জ্বল সর্দার কে গ্রেফতারের দাবী জানিয়েছেন বক্তারা। এই ঘটনায় উজ্জ্বল সর্দার কে প্রধান আসামী করে ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ। যার নং দৌলতপুর জিআর ৩৫৬/২৩। প্রধান আসামী উজ্জ্বল সর্দার পলাতক রয়েছেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি