খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টার সময় দৌলতপুর ডিগ্রী কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
দৌলতপুর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মহসিন আলী। এ সময় বক্তব্য রাখেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক সাইদুল আনাম, সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান, মহিলা বিষয়ক সম্পাদিকা শামিমা আক্তার ইভা, হোগলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম লিটন,
সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, খলিশাকুন্ডি ইউনিয়নের সভাপতি সোহেল রানা, আড়িয়া ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি জান্নাতুল মাওয়া মালা,মথুরাপুর ইউনিয়নের সভাপতি আবু সাঈদ,
প্রাগপুর ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, রামকৃষ্ণপুর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, চিলমারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের সহসভাপতি লিটন। বোয়ালিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও এ সময় দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী দিনগুলোতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।