খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এর আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণীতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের হাতে এ ট্যাব তুলে দেয়া হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, কামাল হোসেন, প্রমুখ।