খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দলুয়া গ্রামের হোসেন পুর মাঠ থেকে রাশিদুল ইসলাম (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
রবিবার সকাল ৯টার সময় ঘটনা স্থাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, রাশিদুল ইসলাম দৌলতপুর উপজেলা হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় নতুন পাড়া গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে।
তার পরিবারের লোকজন জানান, গত কাল রাত ৯ টায় তার কর্মস্থল ভেড়ামারার ১২ মাইলে অবস্থিত আলামিন জুট মিল থেকে বাড়ির উদ্দেশ্য বের হয়, কিন্তু বাড়ি ফেরে আসে নাই। তাকে পূর্ব শত্র“তার জের ধরে পরিকল্পিত ভাবে গলাই ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার সকালে খবর পায় হোসেনপুর মাঠে রাশিদুলের লাশ পড়ে রয়েছে। পরিবারের লোকজন সহ স্থানীরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এই বিষয়ে দৌলতপুর – ভেড়ামারা অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ মিয়া, ঘটনার তথ্য নিশ্চিত করে। তিনি জানান এই ব্যপারে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।