1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু দৌলতপুরের কৃতি সন্তান সাহিত্যিক নাসির উদ্দীন মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুর থেকে মেহেরপুরের অপহৃত শিশু উদ্ধার ॥ পরিবারের কাছে হস্তান্তর দৌলতপুরের সাংবাদিক শাহীনের কন্যা ওয়াফা ইসলাম জিপিএ-৫ লাভ করেছে দৌলতপুরে চেয়ারম্যান নঈমউদ্দিন হত্যার প্রধান আসামি তরিকুল কে গ্রেফতার করেছে র‌্যাব দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে জনসভা অনুষ্ঠিত দৌলতপুরে মধ্যরাতে দৌলতখালী গ্রামে গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত দৌলতপুর র‍্যাবের অভিযানে গাজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের৷ পদ্মা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে ৫০ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে আবুল হোসেনের মৃত্যু

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫১৬ Time View

 

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হওয়া আবুল হোসেন (৭৫) দীর্ঘ ৫০ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মৃত্যু বরণ করেছেন। আবুল হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন।

তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ নতুন পাড়ার বাসিন্দা। অসহায় এই জ্যৈষ্ঠ নাগরিকের প্রতি নূন্যতম মমত্ববোধ জাগ্রত হয়নি সন্ত্রাসীদের হৃদয়ে। আহত আবুল হোসেনের ছেলেদের সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাতের হাড়(হিউমেরাস) চুরমার করে দিয়েছে পাষন্ডের দল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর আর সুস্থ হতে পারেন নি তিনি।

ভুক্তভোগী পরিবার সূত্রে ও এজাহার থেকে জানা গেছে, রবিবার(২৮ মে) সকাল ৮ টায় জমি সংক্রান্ত দ্বন্দ্ব মিমাংসার প্রস্তাব দিয়ে স্থানীয় ইউপি সদস্য লালু সহ ১০/১২ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে বে-আইনী ভাবে ভুক্তভোগীর বসত বাড়ীর বাহির আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে। এরপর ইউপি সদস্য লালুর হুকুমে এনামুল লোহার রড দিয়ে বাদশার ডান পায়ের নলার উপর আঘাত করে ফাটা রক্তাক্ত জখম করে।

একই সময় শিহাবুল লোহার রড দিয়ে তার ডান হাতের পাইখির উপর আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন বাদশার ডাক চিৎকারে ছোট ভাই ইয়ারুল (৩০), জিয়ারুল (৪০), ছোট ভাইয়ের বউ বুলবুলি খাতুন (৩৫), পিতা আবুল হোসেন (৭৫) এগিয়ে আসলে ফারুক লোহার রড দিয়ে ইয়ারুলের ডান হাতের কনুইয়ের নিচে আঘাত করে লিলাফোলা জখম করে।

মবিদুল লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে আবুল হোসেনের মাথায় আঘাত করতে উদ্যত হলে বাম হাত দিয়ে রক্ষা করার চেষ্টাকালে তার বাম হাতের পাইখির উপর গুরুতর হাড় ভাঙ্গার মত জখম প্রাপ্ত হন। হাবুল ধারালো হাসুয়া দিয়ে খুন করার উদ্দেশ্যে বাদশার ছোট ভাইয়ের বউ বুলবুলি খাতুনের মাথার ডান পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয় ওসমান গনি (৫৬), পিতা-মৃত আনজেদ মালিয়া, সারদেল (৬০), পিতা-মৃত রববেল মালিথা, মোছাঃ রিনা খাতুন ছুটে আসলে খুন জখমের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় আহতের ছেলে হাতুন-অর – রশিদ- বাদশা বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা চেষ্টা মামলার এজাহার দায়ের করেছেন। যার মামলা নং ৫৮ তাং ২৯/৫/২৩ ইং,দৌলতপুর জি আর ২৯৬/২৩। এ প্রসঙ্গে মামলার বাদী বাদশাহ বলেন, আমার বাবা কে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel