খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে ১৯ জুলাই বুধবার দুপুরে ছাতারপড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শহিদুল হক এর উপর হামলাকারীকে গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে বিদ্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিতি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ও সহকারী শিক্ষক আরমান আলী সহ সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রী।
উল্লেখ্য নিরাপত্তা কর্মী আশিকুর রহমান এর লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্কুল শিক্ষক।
১৮ জুলাই মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল হক (৫৮) কে একই স্কুলের নিরাপত্তা কর্মী আশিকুর রহমান (২২) লাঠি দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
মানববন্ধনে প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ও সহকারী শিক্ষক আরমান আলী ও ছাত্র ছাত্রীরা বলেন, ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আলিহিমকে আহ্বান জানান স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল হক। তিনি বক্তব্যে না দেওয়ায় শহিদুল স্যার কমিটির অনিয়ম নিয়ে কথা বলেন, এতে তিনি ক্ষুব্ধ হোন এবং অভিভাবক সমাবেশে শেষে শিক্ষক শহিদুল হকের ওপর চড়াও হয়ে তাকে লঞ্ছিত করার চেষ্টা করেন।
একপর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আলিহিমের ছেলে একই স্কুলের নিরাপত্তা কর্মী আশিকুর রহমান পেছন থেকে শিক্ষক . শহিদুল হকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানব বন্ধন করেছে। আশিকুর রহমান কে গ্রেফতার করে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও সভাপতি তহমিদুর রহমানের অনিয়মের কথা তুলে তাকেও সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আহ্বান করেন মানববন্ধনে।