প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ৭:৪৭ পি.এম
গাংনীতে গরু ব্যবসায়িকে অজ্ঞান করে দেড়লাখ টাকা লোপাট
মজনুর রহমান আকাশ মেহেরপুর - মেহেরপুর প্রতিনিধিঃ ২১-০৭-২৩ ইং। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড়লাখ টাকা খুইয়েছেন এক গরু ব্যবসায়ি। আজ শুক্রবার দুপুরে বামন্দী পশু হাটে যাবার সময় এ ঘটনাটি ঘটে। মুমুর্ষাবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই গরু ব্যবসায়ির নাম আজিম উদ্দীন।
তিনি মেহেরপুরের গাংনীর গাড়াডোব মাঠপাড়ার সামসুদ্দীনের ছেলে। আজিম উদ্দীনের ছেলে রিপন জানান, তার বাবা বামন্দী পশু হাটে গরু কেনার জন্য দেড় লাখ টাকা নিয়ে বাস যোগে রওনা দেন।
বেলা আড়াইটার দিকে বামন্দী থেকে কয়েকজন বাড়িতে ফোন করে বাবা আজিম উদ্দীনের অজ্ঞান হওয়ার খবর দিলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। আজিম উদ্দীনের ভাতিজা মিঠুন জানান, বাসের মধ্যে অজ্ঞান পার্টির লোকজন কিছু খাওয়ালে চাচা আজিম উদ্দীন জ্ঞান হারিয়ে ফেলেন। দুষ্কৃতিকারীরা তার কাছ থেকে টাকা পয়সা লুট করে।
বাসের লোকজন টের পেয়ে তাকে বামন্দী বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। স্থানীয় লোকজন অসুস্থতার কথা জানিয়ে ফোন করলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া সীমা জানান, বিষক্রিয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছেন আজিমদ্দীন। এ জন্য তার পাকস্থলী ওয়াশ করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি