দৌলতপুর প্রতিনিধি :"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন " এই প্রতি বাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে পাবলিক সার্ভিস দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বরিবার (২৩ জুলাই ২০২৩) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে দৌলতপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের কাছে শেষ হয় এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবাইদুল্লাহ'র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলামের সঞ্চালনা,
সভায় উপজেলার বিভিন্ন অফিসের সেবার মান নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমেদ,
আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও উপজেলা কর্মরত সাংবাদিক বৃন্দ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি